Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২২:৩২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১১:১৬

মেট্রোরেল

ঢাকা: মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। ফলে এতে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব হারাবে সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এ জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং গণপরিবহন। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এ সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন (১ জুলাই) থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা একবছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি থাকবে। আর এই বিষয়ে এখন সরকার নতুন করে আবারও সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। পরের বছর পুরোদমে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। ঢাকার প্রায় ৪ লাখ মানুষ প্রতিদিন মেট্রোরেলে চলাচল করছেন।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর