বগুড়া: বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহিদ ওরফে মিরপুরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। পালানোর ১৭ ঘণ্টা পর শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিদ ওরফে মিরপুর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলম ওরফে নুরবাদের ছেলে। এরআগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয় জনতা শাহিদকে আটক করে। এরপর সদর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় আদালতে পাঠায়। ওইদিন হাজিরা শেষে সন্ধ্যা ৬টার দিকে আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থান থেকে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় সে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান নির্ণয়ের কাজ শুরু করা হয়। শুক্রবার সকালে অভিযান চালিয়ে সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।