ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে দেখতে হাসপাতালে গেছেন একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এসময় মির্জা আব্বাসকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন হাদীর সমর্থকেরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
রাজধানী বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ওসমান হাদী। আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাদীর সহকর্মী মিসবাহ জানান, জুম্মার নামাজ পড়ে প্রচারণার জন্য বিভিন্ন মসজিদে যার কথা ছিল ওসমান হাদীর। দুপুরে বিজয়নগর কালপার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় হেলমেট পরা দুইজন মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে। গুলিটি তার বাম কানে লাগে।
ওসমান হাদীর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বর্তমানে থাকেন রামপুরা এলাকায়। বাবার নাম শরীফ আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
তিনি বলেন দুপুর আড়াইটার পর পরইই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশংকাজনক।