Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ হাজার টাকার লোভে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেন মোরসালিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

গ্রেফতার আসামি মোরসালিন।

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) নিজ বাড়িতে নৃশংসভাবে গলা কেটে হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। গ্রেফতার আসামি মোরসালিন (২২) ৮ হাজার টাকার ঋণ শোধের লোভে লুটপাটের উদ্দেশ্যে এই খুন করেছে বলে স্বীকার করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে। বিকেলে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারের পর হত্যায় ব্যবহৃত একটি দা এবং পুকুরে ফেলে দেওয়া কুড়াল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, মোরসালিন তারাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। ঘটনার দু’দিন আগে তিনি যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাড়িতে ঢুকে প্রথমে কুড়াল দিয়ে সুবর্ণা রায়কে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন। এরপর আলমারির তালা ভেঙে টাকা খোঁজেন, কিন্তু কিছু না পেয়ে দেয়াল টপকে পালিয়ে যান। পালানোর সময় কুড়ালটি পুকুরে ফেলে দেন। মোরসালিনের ৮ হাজার টাকার ঋণ ছিল এবং সেই টাকা শোধের জন্য লুটপাটের পরিকল্পনা করেছিলেন। তবে লুটপাটে ব্যর্থ হয়ে খুন করেন।

ঘটনার পর নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশের তদন্তে গোপন সূত্র থেকে মোরসালিনের নাম উঠে আসে এবং তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ ডিসেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা যোগেশ এবং সুবর্ণার রক্তাক্ত লাশ তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গার্ড অব অনার শেষে সৎকার সম্পন্ন হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ওসমান হাদী লাইফ সাপোর্টে
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর