ঢাকা: দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীর চিকিৎসা চলছে ঢামেকের জরুরি বিভাগে। এখন নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে।
ঘটনার পর থেকেই ঢামেকে এসে ভিড় করছে নানা শ্রেণি-পেশার মানুষ। তাই যেকোনো প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, মির্জা আব্বাসের ঢামেকে আসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ শ্লোগানে পুরো ইমার্জেন্সি চত্বর মুখরিত হয়ে ওঠে। সেনাবাহিনীর সহযোগিতায় কোনো রকমে গাড়িতে ওঠেন মির্জা আব্বাস। এরপর গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে সেনা সদস্যরা মির্জা আব্বাসের গাড়ি বের করে দেন।
এসময় মির্জা আব্বাসের গাড়ির সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীরাও আব্বাসের নামে পাল্লটা শ্লোগান দেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। হাসপাতালে এনসিপি নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এই মুহুর্তে ঢামেক জরুরী বিভাগের সামনে তিল ধারণের ঠাই নাই। ফলে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা।