Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

বক্তব্য দিচ্ছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: মোংলায় আট দলের মধ্যে ভলিবল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) শহরতলীর কানাইনগর এলাকায় বিকেল সাড়ে তিনটায় ভলিবল খেলা উদ্বোধন করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ও তাদের শারীরিক ও মানসিক গঠন বৃদ্ধিতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন দাকোপ ও মোংলা দলের খেলোয়াড়রা। এসময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যুবসমাজকে আমরা যদি খেলার প্রতি আকৃষ্ট করতে পারি তাহলে তারা জাতীয় পর্যায়ে খেলতে পরবে। তারা দেশে এবং বিদেশে খেলায় আংশগ্রহণ করে এলাকার জন্য সুনাম বয়ে আনবে। বাগেরহাটের অনেক খেলোয়ার আছে যারা দেশে এবং বিদেশী অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।’

বিজ্ঞাপন

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা আগামীতে একটা সুন্দর পরিবেশে যেন সবাই একসঙ্গে বসবাস করে পারি। ধর্ম, বর্ণ, নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ নিয়ে সবাই যেন একসঙ্গে চলতে পারি সেটাই হলো আমার প্রতিজ্ঞা। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়ে কাজ করতে হবে। কারণ, এতদিন রাজনীতি হয়েছে ব্যক্তির ভাগ্য উন্নয়নের রাজনীতি।’

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এমএ কাশেম, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ওসমান হাদী লাইফ সাপোর্টে
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর