Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রীসহ প্রায় ১৫ জন আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) জানান, দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। কতজন নিহত হয়েছেন-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর