রংপুর: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলা ও গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ আবু সাঈদ ফটকের সামনে মিছিল বের করেন। তারা ক্যাম্পাস স্লোগানে মুখরিত করে তোলে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাদির ওপর হামলাকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ বলে অভিহিত করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা চিৎকার করে বলেন, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’, ‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসঙ্গে চলে না’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’।
শিক্ষার্থীরা দাবি করেন, এই হামলা গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়ার ওপর আঘাত, যা অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।