Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে হত্যাচেষ্টা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২১:১২

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ইশরাক লেখেন, ‘‘শরিফ ওসমান হাদির ওপর ‘কাপুরুষোচিত ও নেক্কারজনক হত্যাচেষ্টার হামলা’ চালানো হয়েছে।’’ এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থা করেন।’’

পোস্টে তিনি আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর