Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু


১৫ জুলাই ২০১৮ ১১:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। রোববার (১৫ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজনাথ সিং সচিবালয়ে উপস্থিত হন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এটি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ষষ্ঠ বৈঠক। ধারাবাহিক পর্যায়ের এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা প্রক্রিয়া, মুদ্রা পাচার, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে গত শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসেন।

রোববার তার সফরের শেষ দিন। এদিন সকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর পূজা-অর্চনার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যান। সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে রওয়ানা হয়ে বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর