Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মফস্বল থেকে যে ভালবাসা পেয়েছি তা চিন্তার ঊর্ধ্বে: বিএফইউজে সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

নীলফামারী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, ‘আমরা টাকা-পয়সা ছাড়া নিঃস্বার্থভাবে সংগঠনের কাজ করি। এই সেবাটুকুর বিনিময়ে মফস্বল থেকে যে ভালোবাসা পেয়েছি তা কল্পনাও করা যায় না।’

শুক্রবার (১২ ডিসেম্বর) ব্যক্তিগত সফরে সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘অনেকে দায়িত্ব নেওয়ার পর তা ঠিকভাবে পালন করতে পারে না। কিন্তু আমরা আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করি। শীত উপেক্ষা করে আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন এটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে।’

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) সভাপতি ইয়াছিন মুহাম্মদ সিথুন, সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, নির্বাহী সদস্য ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি আরফিনুল ইসলাম, সময়ের কণ্ঠস্বর নীলফামারী প্রতিনিধি ফরহাদ হোসাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর