Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১০:০৪

আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় অফিসের নিচতলার গোডাউনে রাখা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জানালার কাঁচ ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অফিসের নৈশপ্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই অফিসের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন সূত্র জানায়, ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী ও অন্যান্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনে অফিসের ২০০৮-২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়।

পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর