Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ইডেন শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬

ঢাকা: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অর্পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা জানান, রিকশায় করে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা অর্পিতা হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে সজোরে হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন আঘাত পান তিনি। পরে তিনি নিজেই তার সহপাঠীদের খবর দিলে তারা অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানান সহপাঠী প্রবিতা।

অর্পিতা জানান, তিনি ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। আজ সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশে রিকশাযোগে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মতঝিলে ছিনতাইকারীর কবলে পরা ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর