Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের ভারতে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন। নিহত যুবকের নাম শান্ত (২৪)। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে শান্তসহ কয়েকজন যুবক রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে শান্ত গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে আটক করে ভারতের মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এবিষয়ে কুষ্টিয়া বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, নিহত শান্ত একজন মাদক চোরাকারবারি ছিলেন। ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হাতে আটক হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ শনিবার (১৩ ডিসেম্বর) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর