Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে দূষণের মাত্রা উদ্বেগজনক হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভারতের রাজধানী দিল্লিতে বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ সীমাও অতিক্রম করেছে। একইসঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসও এখন অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, ৭৩৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। এতো বেশি দূষণের কারণে শহরটিতে দিনের বেলাতেও দৃশ্যমানতা কমে গেছে, অনেক জায়গায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩০৭, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। একই দেশের করাচি ২০৬ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। কুয়েত সিটি ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হেনয় ১৯৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এছাড়া হো চি মিন সিটি ১৭৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।

এদিকে ১৬৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়। ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুমানকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা দূষণের এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যগত সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর