কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ বন্ধনের সভাপতি জায়েদ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রুবেল আমিন, হবিগঞ্জের বন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান তালুকদার, বাংলা বিভাগের ১০ আবর্তনের শিক্ষার্থী ও ৪৯তম বিসিএস ক্যাডার (শিক্ষা) মোশাহিদ আহমেদ, হবিগঞ্জের বন্ধনের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ।
এসময় জালালাবাদ অ্যাসোসিয়েশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজিজুল হক শাকিল ও সাধারণ সম্পাদক মেহেরাজ হোসাইন ইফতিসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাওসার। অনুষ্ঠানে হবিগঞ্জের নবীন-প্রবীণ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
হবিগঞ্জের বন্ধন-এর কুবি’র সাবেক সভাপতি মিনহাজ তালুকদার বলেন, ‘এই সংগঠনে আসলে সুখ-দুঃখ ভাগ করা যায়। সকল নবীন ও প্রবীণদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
বক্তব্যে জীবনে সুশিক্ষা ও সৎ জীবনযাপন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন প্রগতি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ক্রেডিট অফিসার রুবেল আমিন। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
৪৯তম বিসিএস ক্যাডার (শিক্ষা) মোশাহিদ আহমেদ বলেন, ‘জীবনে সফলতা অর্জনের জন্য প্রথমেই একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত থাকতে হবে। আমি ছাত্রজীবনে হলে থেকেও কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বরং নিজের লক্ষ্যের দিকেই স্থির ছিলাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে সবসময় পছন্দ করতাম।’
তিনি আরও বলেন, ‘এখানে উপস্থিত অনেকেই আমার বন্ধু, বড় ভাই এবং ছোট ভাই-বোন। পড়ালেখা বা ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে নিঃসংকোচে যোগাযোগ করতে পারো। আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আগামীতেও হবিগঞ্জের বন্ধন-এর সঙ্গে যুক্ত থাকতে পারলে খুশি হবো।’
সংগঠনের সভাপতি জায়েদ হাসান বলেন, ‘আমরা শুরু থেকেই আমাদের ব্যর্থতার গল্প শুনে আসছি। খুব অল্প সংখ্যক শিক্ষার্থী কুবি-তে ভর্তি হচ্ছে। তবে আমি এটিকে ব্যর্থতা মনে করি না, কারণ তাদের অনেকেই হয়তো কুবি’র চেয়েও ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। আমরা শিগগিরই নতুন কমিটি ঘোষণা করবো। আশা করি নির্বাচিত কমিটি আমাদের বিদ্যমান ঘাটতিগুলো পূরণ করবে।’