Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ভোটে যাদের আস্থা নেই, তারাই হামলা করেছে: মীর হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো: জনগণের ভোটে যাদের আস্থা নেই, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির এক সমাবেশে তিনি একথা বলেন। চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে—দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয়। নির্বাচনের মাঠে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা এবং নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। অথচ আমরা দেখছি, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের আস্থা নষ্ট হবে এবং নির্বাচন তার অর্থ হারাবে।’

প্রার্থীদের ওপর হামলার দায় রাষ্ট্র এড়াতে পারে না মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হলো সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা স্পষ্ট করে বলতে চাই—এ ধরনের হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং প্রয়োজনে আরও শক্ত অবস্থান নেবে।’

সভাপতির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘নির্বাচনি প্রচারণার মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলা এবং তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর সশস্ত্র আক্রমণ—এগুলোকে কোনোভাবেই সাধারণ অপরাধ বলা যায় না। এসব ঘটনা স্পষ্টভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিত ও সংগঠিত ষড়যন্ত্রের অংশ। জনমনে আতঙ্ক সৃষ্টি করা, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে গভীর অবিশ্বাস ছড়িয়ে দেওয়া এবং নির্বাচনপূর্ব সময়ে পরিকল্পিতভাবে সংঘাত উসকে দিয়ে দেশকে অস্থির করে তোলাই এ ধরনের হামলার মূল উদ্দেশ্য।’

সমাবেশে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর নুর আহমেদ সড়ক, লাভলেইন, চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর