Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

ইবি করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫

দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। ছবি: সারাবাংলা

ইবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘সবাই মনে করত কিসের আবার নিরাপত্তা? জুলাইযোদ্ধা কি মন্ত্রী-মিনিস্টার হয়ে গিয়েছে, যে তাকে কি নিরাপত্তা দিতে হবে? কিন্তু গতকাল আমরা দেখলাম ওসমান হাদি গুলিবিদ্ধ হলো। পরবর্তী সিরিয়াল কার কেউ জানে না। ব্যক্তিগতভাবে যে যেখানে নামাজ পড়ব হাদির জন্য দোয়া করব। আল্লাহ যাতে হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কারণ জুলাই স্পিরিট বহনকারী একজন তরুণ যোদ্ধা হাদি।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘হাদি হচ্ছে সেটিই যেটা আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করি। সে জাতীয়তাবাদী দল, জামায়াত এবং এনসিপি সম্পর্কে বলেছে। হাদি সবসময় বলেছে যদি স্বৈরাচারের দোসর হন, তাহলে তাদের বিপক্ষে আপনাদেরকে আমি ফেরাবো, আপনারা কেউ স্বৈরাচারের দোসর ও তাবেদারি করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এই যে যুবক, একে থামিয়ে দেওয়ার জন্য যে আঘাত আনা হয়েছে তার এক এক ফোঁটা রক্ত তা আমরা ধারণ করবো আমাদের চেতনায়।’

বিজ্ঞাপন

মিত্র কমছে বিএনপির!
১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

আরো

সম্পর্কিত খবর