Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের দালালরা নির্বাচন পণ্ড করা চেষ্টা চালাচ্ছে: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেওয়া সে সব অস্ত্রও এখানও পর্যন্ত উদ্ধার হয়নি। সেইসঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে বাংলাদেশর আগামী নির্বাচনকে পণ্ড করার চেষ্টা চালাচ্ছে। এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খায়রুল কবির খোকন বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদী উপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।