Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস নেতা নিহত


১৫ জুলাই ২০১৮ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ জুলাই) ভোরে তাইন্দংয়ের সর্বেশ্বর পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শান্তি জীবন চাকমা (৪০)। তিনি জনসংহতি সমিতি এমএন লারমা সমর্থিত যুব সমিতির তাইন্দং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার ভোরে শান্তি জীবন চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় পৌঁছতে সময় লাগবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে এই ঘটনার জন্য প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টরে (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

সারাবাংলা/এসএমএন

ইউপিডিএফ জেএসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর