Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যানবাহনে তল্লাশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যানবাহনে তল্লাশি। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা দুর্বৃত্তরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে সোনামসজিদ স্থলবন্দরসহ পুরো সীমান্ত এলাকাজুড়েই বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা।

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ‘সীমান্ত অভিমুখে সড়কগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তে বিজিবির মোট ৩৮ টি অতিরিক্ত টহলদল রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঢাকায় শোয়েব আখতার
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

আরো

সম্পর্কিত খবর