চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পানবোঝাই ট্রাক দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমল চৌধুরী (৫৩) ও সুমন চৌধুরী (৫৪)। তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা। তারা পেশায় পানচাষি বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোমিন জানান, পটিয়ায় ক্ষেত থেকে তোলা পান নিয়ে তিনজন মীরসরাইয়ের মিঠাছড়া বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। পানবোঝাই ট্রাকে করেই তারা যাচ্ছিলেন।
বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উলটে যায়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।