Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীমা দাবির ৭৫ লাখ টাকা পরিশোধ প্রাইম ইসলামী লাইফের

সারাবাংলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য গ্রুপ বীমা দাবির অর্থ হিসেবে ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বিরুলিয়া ও সাভারে অবস্থিত ডিআইইউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সংশ্লিষ্ট পরিচালক চেক গ্রহণ করেন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে গ্রুপ বীমা চুক্তির আওতায় এ ধরনের আর্থিক সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/ইআ