ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটিংয়ের জন্য দেশের ভেতরে ১৩ হাজারেরও বেশি সরকারি চাকরিজীবী অ্যাপে নিবন্ধন করেছেন। যারা নিজ ভোটার এলাকার বাইরে অন্য এলাকায় অবস্থান করছেন। এদিকে ভোটগ্রহণ কর্মকর্তা ও কারাবন্দিদের নিবন্ধন শিগগিরই শুরু হচ্ছে বলে জানা গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দেশে ও প্রবাসে মিলিয়ে পৌনে চার লাখ নিবন্ধন হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এর পরই দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে উদ্বুদ্ধকরণে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্প পরিচালক ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগে।
সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংসদ ও গণভোটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদফতর/পরিদফতরে কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে বেতনভোগী কর্মকর্তা-কর্মচারি ও ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা-কর্মচারি অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, রোববার বেলা ২টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোটের (আইসিপিভি) মাধ্যমে ১৩ হাজার ১৩ জন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। প্রবাসীসহ সব মিলিয়ে ৩ লাখ ৭৫ হাজারের মতো নিবন্ধন হয়েছে।
তিনি জানান, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকল সরকারি, বেসামরিক/সামরিক কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ভোট দিতে ‘Postal Vote BD’ অ্যাপ-এ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
যাদের জন্য পোস্টাল ভোটিং
- নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী
- নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী
- আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)
- প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার
তফসিল ঘোষণার দিন বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের ভেতরে কারাবন্দি ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিবন্ধনের সুযোগ ১৭ থেকে ২৫ ডিসেম্বর। নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, তাদের তালিকা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আগামী সপ্তাহে চূড়ান্ত হলে ১৭ ডিসেম্বর থেকে তারা নিবন্ধনের সুযোগ পাবেন।