ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা এক হাদি না, লাখো জুলাই যোদ্ধা আছে। তাদের আলাদাভাবে সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাদিকে এক মাস আগে অনেকগুলো হুমকি দেওয়া হয়েছিল সে বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এবং জুলাই যোদ্ধারাদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রকে, রাজধানীকে নিরাপদ করতে হবে। যারা হাইপ্রোফাইল, নিরাপত্তা হুমকি রয়েছে; তাদের কাছাকাছি থেকে নিরাপত্তা দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি।’
হাদিকে গুলি করার ঘটনা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘রাজধানীর পল্টনের বিজয় নগর এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় সন্দেহভাজনরা খুব কাছ থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চলছে। অভিযুক্তরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।’
নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের বাড়ির আশেপাশে কোনো অস্ত্রধারী থাকলে আমাদের জানাবেন। তাদের ধরিয়ে দিতে সাহায্য করুন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।’