Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা নেই’

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:২৯

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে আরো চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

‎রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎ইসি সানাউল্লাহ বলেন, আমরা চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি জানান, ইসির মেসেজ ভেরি ক্লিয়ার- নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই, নির্বাচন সময়মত হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা করলে দমন করা হবে।

‎কমিশনার বলেন, বৈঠকে ‘তফসিল ঘোষণা পর থেকে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

‎‘দুটো উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছিল। তবে তারা সফল হয়নি। এসব চোরাগোপ্তা হামলা আমরা উড়িয়ে দিচ্ছি না। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা সফল হবে না।’

‎দুই দিন আগে আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

‎আইনশৃঙ্খলা-বাহিনীর বরাত দিয়ে মো. সানাউল্লাহ বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

‎এ নির্বাচন কমিশনার আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান র‌্যাবেল হান্ট শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গেছে। এবং তারা সমাজে বিরাজ করছেন। এটা নিয়ে কি করণীয় সেটা নিয়ে কথা হয়েছে বৈঠকে।

বিজ্ঞাপন

এ নির্বাচন কমিশনার বলেন, পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসেছে- যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোন চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুক দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ভেরি ক্লিয়ার-নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর