ঢাকা: বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ভারত তার ভূখণ্ড কখনো ব্যবহার করতে দেয়নি বলে দাবি করেছে ভারত সরকার।
রোববার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসনোটে এমন দাবি করে।
প্রেসনোটে বলা হয়েছে, ‘ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি।’
এর আগে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ ভারত সরকারকে অবহিত করে বাংলাদেশ। এর জবাবেই এ প্রতিক্রিয়া জানাল ভারত।
প্রেসনোটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি।’
প্রেসনোটে আরও বলা হয়, ‘ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানসহ অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের প্রতি ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এগুলোর মধ্যে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠিতকরণ এবং সহায়তা করা অন্তর্ভুক্ত। ভারত সরকারকে ওই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালানো রোধে এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়, তাহলে তাদের অবিলম্বে গ্রেফতার এবং বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।