Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১১

ছবি: সংগৃহীত

‎ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের আগে বা পরে সব অনিয়ম তদন্ত করে শাস্তি দিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন বিষয়ক-১) সই করা এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে। এজন্য সংশ্লিষ্টদের সহায়তার নির্দেশ দিয়েছে কমিশন।

এতে আরও বলা হয়, ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি-এর কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় এই নিয়োগপত্রের বিপরীতে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল ও সংশ্লিষ্ট সকলকে অবগত করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’-এর কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনি দায়িত্ব পালন করবেন মর্মে নির্বাচন কমিশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

‎‎বর্ণিত ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ কর্তৃক দায়িত্ব পালনকালে উপরিউক্ত নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে ৩ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে নির্বাচন কমিশনকে অবহিত করবে। ওই কমিটি দায়িত্ব পালনকালে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭ এর আওতাধীন কোন অপরাধ উক্ত আদেশের ৯১ কক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে।

‎‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি (Electoral Enquiry and Adjudication Committee)’ কর্তৃক দায়িত্ব পালনকালে ১ জন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহায়ক কর্মচারী হিসেবে সঙ্গে নিতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর