বগুড়া: কাহালুতে আন্তঃনগর ট্রেন থেকে নিচে পড়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর মাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দুপুরে গাইবান্ধাগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় অসাবধানতাবশত পড়ে শহিদুল ইসলামের মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহী।
গোলাম মোস্তফা জানান, ট্রেন থেকে নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।