Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ফের বর্ধিত

জবি করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক কমিটি ফের বর্ধিত করা হয়েছে। কমিটি গঠনের প্রায় একবছর পর দ্বিতীয়বারের মতো এটি বর্ধিত হলো। ঘোষিত কমিটিতে ২২২ জনকে সদস্য করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জবি শাখা ছাত্রদলের একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে ২০০৮–০৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯–১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটি গঠনের ৫১দিন পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় ৪৫৫ সদস্যবিশিষ্ট একটি বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে একবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক কমিটি বর্ধিত করা হলো।

এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি বড় ইউনিট। এখানে একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই বর্ধিত কমিটি করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর