Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, কুষ্টিয়ায় মেডিকেলে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:০৯

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কুষ্টিয়া: রোগী দেখার সময় চিকিৎসকের বিরুদ্ধে মোবাইলে গেম খেলার অভিযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বহির্বিভাগের চিকিৎসক ডা. সামরিন সুলতানার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সই জালিয়াতির মাধ্যমে ছুটি নেওয়ার অভিযোগ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে প্রাথমিক সত্যতা পায় দুদক।

বিজ্ঞাপন

জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, কয়েকদিন আগে রোগী দেখার সময় ডা. সামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ পায়। ওই ঘটনার পর প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের নথিপত্র যাচাই করেও বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। সব নথি পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর