Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনে ২১ ডিসেম্বরের মধ্যে ইসিতে আবেদন

স্টাফ করেস্পন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৯

নির্বাচন কমিশন।

ঢাকা: আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে লিখিত আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সই করা চিঠিতে এ আহ্বান জানানো হয়।

জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

এ ছাড়া আবেদনে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলো কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে।

বিজ্ঞাপন

কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে।

পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে।

অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্ন উল্লেখিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে–

  • এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
  • ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

পর্যবেক্ষক নীতিমালা ২০২৫-সহ প্রয়োজনীয় ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর