Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থান‌চিতে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০০:৪৮

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা চালু রাখায় সা‌বেক ফ‌্যা‌সিস্ট আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সুজ‌নের (মেসার্স এস বিএম ব্রিকস) নামে একটি ড্রাম্প চিমনির ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হেডম‌্যান পাড়াস্থ ইটভাটায় এ অভিযানের নেতৃত্ব দেন থান‌চির অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরাও অভিযানে অংশ নেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই হেডম‌্যান পাড়াস্থ এক‌টি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পা‌শে সা‌বেক পলাতক আওয়ামী লীগ ‌নেতা আনিছুর রহমান সুজন প্রভাব বিস্তার ক‌রে জেলার বাইরে থে‌কে স্বজন‌দের মাধ‌্যমে ইটভাটাটি পরিচালনা কর‌ছে।

বিজ্ঞাপন

এতে হেডম‌্যান পাড়ার লোকজন, প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার ব‌্যবহৃত প্রবহমান ঝি‌রির পা‌নি নস্ট ও স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও গাছপালারও মারাত্মক ক্ষতি হ‌চ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। ভবিষ্যতে অবৈধভাবে এই ইটভাটা পুনরায় স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর