Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার


১৫ জুলাই ২০১৮ ১৩:১৫ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৩:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর মহাখালীতে বন বিভাগের অফিসের পেছন থেকে এক যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবলীগের ওই কর্মীর নাম কাজী রাশেদ (৩২)। রোববার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

যুবলীগ কর্মী রাশেদ মহাখালী আমতলী এলাকার স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, ভোরে সংবাদ পেয়ে রাশেদের মৃতদেহ উদ্ধার করি। তার শরীরে, বুকে, পেটে কয়েকটি ছিদ্র রয়েছে। ধারণা করা হচ্ছে গুলির চিহ্ন। শনিবার রাতের যে কোনো সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত রাশেদের ছোট ভাই কাজী রাজন জানায়, তারা চার ভাই দুই বোন। রাশেদের স্ত্রী নাম মৌসুমী আক্তার। তার আরহাম নামে ২ বছরের এক ছেলে আছে।

রাজন দাবি করেন, রাশেদ বনানী থানা যুবলীগের সভাপতি ইউসুফ সরদার সোহেলের সঙ্গে থাকত। সেও যুবলীগের কর্মী ছিল। জাকির নামের একজন থাকত তাদের সঙ্গে। এরাই তার ভাইকে গুলি করে মেরেছে। রাত থেকে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর