Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে শীতার্তদের পাশে সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৫

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারি ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ পঞ্চগড় সেনাক্যাম্পের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের কষ্ট লাঘবে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর