Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের কারখানা ভাংচুর


১৫ জুলাই ২০১৮ ১৩:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার : সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার সকালে এ আর জিন্স প্রডিউসার লিমিটেড নামে একটি কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানাটির শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ জুলাই) এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানার এক কর্মকর্তার মানিব্যাগ হারিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মালিকপক্ষ তিনজন কর্মচারীকে ছাঁটাই করে।

শনিবার (১৪ জুলাই) ছাঁটাই হওয়া ওই তিন কর্মচারী বহিরাগতদের নিয়ে শ্রমিকদের উপরে হামলা চালায়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কয়েকটি কাঁচের জানালা ও দেওয়ালের কাঁচ ভাংচুর করেন। পরে মালিকপক্ষ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

এরই সূত্রধরে রোববার কর্মস্থলে যোগ দিতে এসে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারো ভাংচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এসএমএন

পোশাক কারখানা ভাংচুর সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর