Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবলীগের মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

স্পেশাল করসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম। ছবি : সংগৃহীত

ঢাকাঃ তাবলীগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯ টায় তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী সেলিম সাহেব দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গি ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল উল্লেখযোগ্য, যা সংশ্লিষ্টদের স্মৃতিতে আজও উজ্জ্বল।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও বিভিন্ন ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে ন্যক্কারজনক হামলার ঘটনার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম সাহেব গুরুতরভাবে আহত হন।

বিজ্ঞাপন

আজ জোহরের নামাজের পর তার জানাজার নামাজ মান্দাইল–জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে তার ইন্তেকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন তাকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর