Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় শীতের আমেজ বাড়ছে, তাপমাত্রা আরও কমবে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ সারাদিনই পরিষ্কার থাকতে পারে। এতে করে সূর্যের উপস্থিতি থাকলেও উত্তরের হালকা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বেশি থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ থেকে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৮২ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসের শুষ্কতা ও ভোরের হালকা কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শীত মৌসুমের শুরুতে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেশি পড়তে পারে, যার প্রভাব ঢাকাতেও অনুভূত হবে।

আজ রাজধানীতে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর