ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখা কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটি গঠিত হয় ২০১৯ সালে। পাঁচ বছর ধরে সেখানে একই নেতৃত্বে চলছিল দলীয় কার্যক্রম। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সেক্রেটারি কয়ছর এম আহমেদ দেশের রাজনীতিতে সংক্রিয়। এই অবস্থায় যুক্তরাজ্যে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছিল বিএনপির একাংশ।