Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে জবি প্রশাসনিক ভবন অবরুদ্ধ

জবি করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:০৪

তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা

জবি: আবাসন বৃত্তি নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধনসহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন ব্লকেড করেছে আস সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান করে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন ও আদায় না হলে প্রশাসনিক ভবন বন্ধের ঘোষণা দেন তারা।

এ সময় তারা জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, প্রশাসনে প্রহসন, মানি না মানব না; বৈষম্যমূলক বৃত্তি, মানি না, মানবো না, হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলন সম্পর্কে বাংলা বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম হাসিব বলেন, ‘প্রশাসন যে বৃত্তি দিচ্ছে তা থেকে আমাদের বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমরা প্রশাসন কে জানিয়ে দিতে চাই, এই বৃত্তি থেকে আমাদের বাদ দেওয়া হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।’

বিজ্ঞাপন

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, ‘আমরা ভিসি বরাবর স্মারক লিপি দিয়েছি এবং সেখানে বলে দিয়েছি আমাদের যে ৩ দফা দাবি আছে তা যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আজকে ভিসি ভবন ব্লকেড কর্মসূচি পালন করব। তারই ধারাবাহিকতায় আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসি ভবন ব্লকেড থাকবে। কারও ষড়যন্ত্র, কোনো চাপ আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে থাকা ছাত্র-ছাত্রীদের সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা। আবাসন বৃত্তি প্রয়োজনভিত্তিক করার লক্ষ্যে সিলেকশনের ক্ষেত্রে ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ শর্ত বাতিল করা, রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্তও বাতিল করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর