ব্রাহ্মণবাড়িয়া: শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। সভায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইব্রাহীম খান সাদাত, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন ডেইলি পোস্টের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাদা, ৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, আর টিভির প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল, দৈনিক মানবকণ্ঠের খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময়ের আল মামুন, সাংবাদিক খন্দকার রায়হান ও বাংলাদেশ গার্ডিয়ানের চয়ন বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।