রংপুর: রংপুরে ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশাকে আত্মহত্যার কারণ বলে দাবি করেছেন তার পরিবার। মৃতের নাম নিয়ামুল ইসলাম নীরব। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর শহরের বালাপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের বর্ণনায়, নীরব উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটিতে উঠে সরাসরি তারের ওপর শুয়ে পড়েন এবং তীব্র বিদ্যুতায়িত হয়ে তার দগ্ধদেহ মাটিতে পড়ে যায়।
নীরবের চাচা আবু বকর সিদ্দিক বলেন, ‘মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার কষ্ট থেকে সে আত্মহত্যা করেছে। গতকাল দুপুর থেকেই তার ফোন বন্ধ ছিল।’ নীরবের বাবা-মা দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত। এই দুর্ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
স্থানীয় বেরুবাড়ী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারকে সমবেদনা জানাই।’
নীরবের মরদেহ তার বাড়িতে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তবে আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও বিদ্যুৎ অফিস।