Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার বিকেল ৫টার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সোমবার সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে ওই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার
১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:১১

আরো

সম্পর্কিত খবর