Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৭

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়নপত্র ক্রয় করেন।

এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, ‘পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িতদের একটা সর্বোচ্চ প্রয়াস লাগবে। কারণ আমাদের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত সংকট তৈরি হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খুনিরা তো তাদের জায়গা থেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটাতে তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হইতে হবে। তাহলে আশাকরি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর