Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎নেটওয়ার্কিং পণ্য টোটোলিঙ্কের পরিবেশক হলো ইউসিসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯

টোটোলিঙ্কের সঙ্গে ইউসিসির চুক্তি সই।

ঢাকা: বিশ্বখ্যাত নেটওয়ার্কিং এবং ওয়্যারলেস কমিউনিকেশন ব্র্যান্ড টোটোলিঙ্ক-এর বাংলাদেশের অনুমোদিত পরিবেশক হলো দেশের প্রযুক্তির বাজারে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান ইউসিসি।

‎সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই যৌথ উদ্যোগ দেশের ভোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের কাছে বিশ্বমানের কানেক্টিভিটি প্রযুক্তি সহজলভ্য করে তুলবে।

‎ইউসিসি দেশের প্রযুক্তিপণ্যের বাজারে টোটোলিঙ্ক-এর বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য- উন্নত প্রযুক্তির ওয়াই-ফাই ৫, ৬, ৭ রাউটার, মেশ সিস্টেম, নেটওয়ার্ক সুইচ, ওয়্যারলেস এক্সেস পয়েন্ট, অ্যাডাপ্টার, আইএফপি ডিসপ্লে, এফটিটিএক্স পণ্য বাজারজাত করবে। দেশের গ্রাহকদের নেটওয়ার্কিং অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। এর পাশাপাশি উন্নতমানের বিক্রয়োত্তর সেবাও দেবে ইউসিসি।

‎সম্প্রতি ইউসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সারওয়ার মাহমুদ খান এবং টোটোলিঙ্ক’র পরিচালক নিকোল কাই একটি চুক্তি সই অনুষ্ঠানে টোটোলিঙ্ক-এর অনুমোদিত পরিবেশক হিসেবে ইউসিসিকে ঘোষণা দেওয়া হয়।

‎উল্লেখ্য, ইউসিসি বাংলাদেশে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের শীর্ষস্থানীয় জাতীয় পরিবেশক হিসেবে সুপরিচিত।
‎আর টোটোলিঙ্ক কোরিয়ায় ডিজানকৃত ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস মডিউল, মেশ সিস্টেম, নেটওয়ার্ক সুইচ সহ বিভিন্ন নেটওয়ার্কিং পণ্যগুলোর আন্তর্জাতিক সুপরিচিত ব্র্যান্ড। উন্নত প্রযুক্তির, হাই-কোয়ালিটির এবং কনজিউমার ফ্রেন্ডলি ডিভাইসগুলোর জন্য টোটোলিঙ্ক সমাদৃত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর