সিলেট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরীর রেজিষ্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিজয় মিছিলটি আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথি বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ, ঐক্য এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
মুক্তাদির আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি, বৈষম্য দূর করে এবং জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় শহিদ জিয়াউর রহমান বীরউত্তম এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকে রহমান।’
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
পূর্বঘোষিত এই বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে বেলা ২টা থেকে মহানগরীর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। বিকেলে সংক্ষিপ্ত সভা শেষে বিশাল র্যালি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। র্যালিতে বক্তব্য দেন-মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
পরে সমাবেশ থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের দিক-নির্দেশনায় মিছিল শুরু হয়। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেটের আকাশ-বাতাস। নেতাকর্মীরা ‘আসবেন তারেক আগামীর দেশ, ধানের শীষের বাংলাদেশ,’ ‘লাগা রে লাগা, ধান লাগা,’ ‘ভোট দিব কিসে, ধানের শীষে,’ ‘তোমার আমার মার্কা, ধানের শীষ মার্কা’সহ নানা স্লোগান দিতে থাকেন।