Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উসকানি দিলে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করা হবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:০৪

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে অস্বীকার করে এবং এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের আশ্রয় দেওয়া হলে স্বাধীনতা প্রত্যাশীদের পাশে দাঁড়িয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার চেষ্টা কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় ঘটনা নয়। আগামীর বাংলাদেশে যদি কারও বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হয়, তবে সেই বিদ্রোহের আগুন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

তিনি অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

নির্বাচন কমিশন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ মেরুদণ্ডহীন। দেশে শক্তিশালী, যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই ব্যবস্থা বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাব বিস্তারকারী সুবিধাবাদী শিক্ষকদের চিহ্নিত করে অপসারণ করতে হবে। প্রকাশ্যে এক কথা বলে আড়ালে সমঝোতার রাজনীতি করে কখনোই জাতীয় ঐক্য গড়ে তোলা যায় না। দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে স্পষ্ট ও আপসহীন অবস্থান নিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর