Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের আগমনেই তার বিরুদ্ধে চালানো অপপ্রচার মিথ্যা প্রমাণিত হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনেই তার বিরুদ্ধে চালানো সব অপপ্রচার মিথ্যা প্রমাণিত হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে গ্রহণ করবে এবং তার নেতৃত্বেই নির্বাচনের আগে ও পরে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’

মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করলেও তিনি দেশের বাইরে বসে নিষ্ক্রিয় নন। বরং তিনি বাংলাদেশের পুনর্গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সব নাগরিকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা শুধু নির্বাচন নিয়ে কথা বলে, তাদের সঙ্গে তারেক রহমানের দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট—তিনি দেশের সার্বিক পরিবর্তনের রূপরেখা তৈরি করছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তারেক রহমান কোনো বিচ্ছিন্ন নেতৃত্ব নন; তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের ধারাবাহিকতায় তারেক রহমানই এই প্রজন্মের উপযুক্ত উত্তরসূরি।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন খান, মঈন খান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন ।

বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর