Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের কন্যা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১০:০৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮

সাবিনা ইয়াছমিন বিথি। ছবি: সারাবাংলা

কুমিল্লা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর কন্যা সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৫ ডিসেম্বর ) বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল।

র‌্যাব সূত্র জানায়, আটকের পর সাবিনা ইয়াছমিন বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

তিনি বলেন, অপরাধ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, অপরাধী নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে বিথির কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ ডিসেম্বর দুপুরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিথির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পিরোজপুরে মহান বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫

আরো

সম্পর্কিত খবর