ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। কয়েক দিন আগে ঢাকার বায়ুমান কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও সম্প্রতি আবারও দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে বায়ুমানের মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
একই সময়ে ৩৪২ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো (২৯২), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২৭৭) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৮১)।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—
* অনিয়ন্ত্রিত নির্মাণকাজ ও খোলা বালু-সিমেন্ট
* পুরোনো ও ধোঁয়া নির্গতকারী যানবাহন
* ইটভাটা ও শিল্পকারখানার দূষণ
* শীতকালে বাতাসের গতিবেগ কমে যাওয়া
এইসব কারণে বাতাসে ক্ষতিকর PM2.5 ও PM10 কণার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
একিউআই (AQI) সূচকে—
* ০–৫০: ভালো
* ৫১–১০০: মাঝারি
* ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
* ১৫১–২০০: অস্বাস্থ্যকর
* ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
* ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
ঢাকার বর্তমান ১৯৬ স্কোর সরাসরি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে, যা শিশু, প্রবীণ, হৃদরোগী ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—
* অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা
* বাইরে গেলে মাস্ক ব্যবহার করা
* শিশু ও অসুস্থদের ঘরের ভেতরে রাখা
* জানালা বন্ধ রাখা ও ঘরে বায়ু পরিশোধক ব্যবহার
* নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো
বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ঢাকার স্বাস্থ্যঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন পরিবেশবিদরা।